|
---|
আসিফ রনি, নতুন গতি,মুর্শিদাবাদ : আজকে শেষ হলো নির্বাচনী প্রচার। আর শেষ দিনে শেষ লগ্নে এসে নবগ্রামের কিরেটেশ্বরি অঞ্চলে বিভিন্ন এলাকায় প্রচারে ঝড় তুললেন তৃণমূল নেতৃত্ব।জানা যায় , বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের কিরেটেশ্বরি অঞ্চলের নারকেল বাগান মোড় সহ একপাহাড়িয়া, ডাঙাপাড়া, ভবানীপাড়া এলাকায় ৪৫ নম্বর জেলা পরিষদের তৃণমূল প্রার্থী নাজিমা বিবি, ২৮ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী আনসার আলী সহ গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় পা মেলান ২৮ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী আনসার আলী ।
এদিনের পদযাত্রাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের আবেগ উদ্দীপনা ছিল নজর কাড়া। অংশ নেন এলাকার কয়েকশো তৃণমূল কর্মী। শুধুমাত্র একটি বুথের প্রচারে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।
পদযাত্রাটি ৩.৩০ মিনিট নাগাদ সময়ে নারকেলবাগান মোড় হতে শুরু হয়ে একপাহাড়িয়া, ডাঙাপাড়া ভবানীপাড়া এলাকা পরিক্রম করে প্রায় ৪.৩৫ মিনিটে শেষ হয় বলে খবর। উঠতে থাকে স্লোগান, স্লোগানের মধ্যে দিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করতে থাকেন নবগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আশিক ইকবাল, মন জয় করে নেন কর্মী সমর্থকদের।
এদিন মানুষের দুয়ারে পৌঁছে যান তৃণমূল নেতৃত। মমতা ব্যানার্জির উন্নয়নমুখী প্রকল্পকে সামনে রেখে ভোট চান মানুষের দুয়ারে। এবং আগামী দিনে মানুষের পাশে সব রকম ভাবে থাকার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আশিক ইকবাল,কিরেটেশ্বরি অঞ্চল অঞ্চল চেয়ারম্যান হাফিজুল সেখ সহ স্থানীয় নেতৃত্ব।