|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-আগামী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে এদিন মগরাহাট ১ নম্বর ব্লক জেলা পরিষদ প্রার্থী মুজিবর রহমান মোল্লা,পঞ্চায়েত সমিতির প্রার্থী মাহবুবা লস্কর ও গ্রাম সভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাহাজুর রহমান গায়েনের সমর্থনে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এদিন সংগ্রাম পুর এলাকায় কালিকাপতা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত মগরাহাট পশ্চিম ১ব্লকের তৃণমূলের যুব কার্যকারী সভাপতি নাজবুল দপ্তরী এছাড়াও উপস্থিত ছিলেন কালিকাপতা অঞ্চল এর সভাপতি মোজাম্মেল হক মোল্লা, সহ সভাপতি সাবিরুদ্দিন পুরকাইত সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।