|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন দৈনিক বিপ্লবী মেদিনীপুর টাইমস্ পত্রিকার উদ্যোগে মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হলো ৩৬ তম মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম মেদিনীপুর জেলার কৃতি ৭৪ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয় সেইসঙ্গে বেশ কিছু দুঃস্থ ছাত্র-ছাত্রী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের বই কেনার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই মঞ্চে মাধ্যমিক পাস করা আর্থিকভাবে কিছুটা পিছিয়ে থাকা ৭৩ জন ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ১২ জন ছাত্রছাত্রীকে এদিন বই কেনার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষে স্বাগত ভাষন দেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী। সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা জানানো হয় বর্ষীয়ান লেখক ও গবেষক চিন্ময় দাস, বর্ষীয়ান সঙ্গীত শিল্পী প্রদীপ কুমার মাইতি, প্রাক্তন ক্রিকেটার ও কোচ সুশীল শিকারিয়া, নাট্য প্রতিষ্ঠান তরুণ থিয়েটার এবং কুইজে রাজ্য চ্যাম্পিয়ন বিদিশা রায় ও সম্প্রীতি খাঁড়া এবং বিশিষ্ট সমাজসেবী অনয় মাইতিকে। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষাকর্তা বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও মেধা পুরস্কার কমিটির অন্যতম সদস্য ড.মধুপ দে।এই দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশংকর সারেঙ্গী, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, অবসর প্রাপ্ত বিচারক অঞ্জলি সিনহা, প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত , প্রাক্তন প্রধান শিক্ষক,রবীন্দ্র গবেষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, আমরি হাসপাতালের জিএম শ্যাম সুন্দর দে. রয়েল একাডেমীর অধ্যক্ষ সত্যব্রত দোলাই, মেদিনীপুর পুরসভার কাউন্সিলার মৌসুমী হাজরা প্রমুখেরা মঞ্চে উপস্থিত ছিলেন। এছাড়াও শহরের বহু গুনীজন এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানান।অনুষ্ঠানের শুরুতে বন্দেমাতরম্ সঙ্গীতটি পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি। সরস্বতী বন্দনায় ছিলেন মেদিনীপুর টাইমস্ পরিবারের কচিকাঁচারা। সঞ্চালনায় ছিলেন অখিল বন্ধু মহাপাত্র ও শতাব্দী চক্রবর্তী গোস্বামী। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দুই শিশু শিল্পী শাক্য চক্রবতী, পাহি চক্রবর্তী ও আবৃত্তি পরিবেশন করে শ্লোক চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশিত হয়। অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী ।