বাইক আরোহীদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে অভিনব পন্থা গ্রহণ করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের এক জন সন্ন্যাসী

নিজস্ব প্রতিবেদক:- মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকায় নিত্যদিন বেড়েই চলেছে বাইক দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় প্রাণ হানির ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে কোথাও না কোথাও। পরিসংখ্যান বলছে শুধুমাত্র ২০২১ সালেই সারা দেশে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪০৯ জন। দুর্ঘটনা এড়াতে রাজ্যের পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিলেও সচেতন হচ্ছেন না এক শ্রেণির বাইক আরোহী। তাই বাইক আরোহীদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে অভিনব পন্থা গ্রহণ করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের এক জন সন্ন্যাসী।পথ দুর্ঘটনা আটকাতে হেলমেট বিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে তাদের হেলমেট পড়ার আর্জি করতে দেখা গেল স্বামীজীকে। ঠিক সকাল ৯ টা থেকে ১১ টার ভিতরে আপনিও যদি যান মুর্শিদাবাদের কান্দি ডাকবাংলা রাজ্য সড়কের উপর, তবে হয়তো এই ব্যক্তির সচেতনতার পাঠ দানের ঘটনা চোখে পড়বে আপনারও। সাধারণ মানুষের কাছে পাগল বলে পরিচিত এই ব্যক্তির নাম স্বামী নিত্যানন্দ মহারাজ। বাসস্থান মুর্শিদাবাদের কান্দি দোহালিয়া কালীবাড়ির কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। বয়স ৫৬ পেরোলেও প্রতিনিয়ত শহর কান্দি থেকে সাইকেল চড়ে মাধুকরী ও দোহালিয়ার মায়ের পুজোর ফুল সংগ্রহ করাই স্বামী নিত্যানন্দ মহারাজের প্রধান কাজ। আর এই কাজ করতে করতেই তিনি কোথাও হেলমেট বিহীন বাইক আরোহীকে দেখলেই তাঁকে দাঁড় করিয়ে হেলমেট পড়ে বাইক চালানোর আবেদন করে থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকায় মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে চারজনের। পাশাপাশি শুক্রবার একাধিক মোটর বাইক দুর্ঘটনায় আহতের ঘটনা ঘটেছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে।