|
---|
নিজস্ব প্রতিবেদক:- ৪৫০ বছরের পুরনো মোঘল যুগের রাজবংশ । প্রায় ১০০ বছরের পুরনো তার নাট্যশালা । দাঁতনের গড়-মনোহরপুরে ইন্দো-গ্রীক ঘরানায় তৈরি মিনার, তোরণ, প্রাচীন মন্দির, বিগ্রহ এবং সুবিশাল এক রাজবাড়ি নীরবে দাঁড়িয়ে আছে এখনও । দাঁতনে মোগলমারি বৌদ্ধবিহার ভ্রমণে এলে পর্যটকেরা কি কেউ কোনদিন এই রাজবাড়ির প্রাচীন নাট্যশালা ঘুরে আসার কথা স্বপ্নেও ভাবতে পারতেন ? স্বাধীনতার পর থেকেই লোকচক্ষুর আড়ালে ইতিহাস প্রসিদ্ধ এই রাজবাড়ি । দীর্ঘদিন ধরে বিষাক্ত সাপের আস্তানা । ঘন জঙ্গলে ঘেরা প্রাঙ্গণে যেন ঘুমিয়ে ছিল একটি যুগের ইতিহাস। কিন্তু, এতদিন পরে কে জাগিয়ে তুলল তাকে! তিনি পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষক তথা আঞ্চলিক ইতিহাস ও লোক সংস্কৃতির আনুধ্যানী গবেষক শ্রী সন্তু জানা । দীর্ঘদিন ধরে ইতিহাস প্রসিদ্ধ দাঁতনের অপ্রকাশিত ইতিহাসকে আলোকিত করার নেশায় নিভৃতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। মোগলমারির বৌদ্ধবিহার থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্ব পেরিয়ে গড়-মনোহরপুরের রাজবাড়ি প্রসঙ্গে বহু অজানা কথা, শিহরণ জাগানো ইতিহাস সন্তু বাবু তাঁর সদ্য প্রকাশিত গবেষণাধর্মী গ্রন্থ ‘সেকালের দাঁতন : অনালোকিত ৩০০ বছরের কথা ও কাহিনী’ গ্রন্থে উল্লেখ করেছেন। দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠিত ‘দণ্ডভুক্তি একাদেমি’ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন । সংবাদপত্রে নিয়মিত খোলা চিঠি লিখেছেন । অবশেষে প্রশাসনের সুনজরে পড়ে পরিত্যক্ত রাজবাড়ির প্রাচীন নাট্যশালার উপর । সকলে মিলে চেষ্টা চলে ইতিহাসকে সংরক্ষণ করার, বাঁচিয়ে রাখার । মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই পর্যটকের জন্য খুলে যাচ্ছে ঐতিহ্যবাহী রাজা রামচন্দ্র নাট্য মন্দিরের দরজা ।