ট্রাকের সাথে বাইকের ধাক্কা ময়নাগুড়ি মোড়ে, মৃত্যু এক ব্যক্তি

নতুন গতি, ওয়েব ডেস্ক : ময়নাগুড়ি ২৮শে নভেম্বর রবিবার এদিন আনুমানিক ভোর চারটা নাগাদ ময়নাগুড়ি মোড় সংলগ্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক মোটর দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির তার নাম রাজেশ যাদব বয়স 28 তিনি বিহারের গোপাল গঞ্জের বাসিন্দা তিনি পেশায় ট্রাক ড্রাইভার তিনি দিল্লি থেকে আসাম গোহাটি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

     

    ওই গাড়ির সঙ্গে একই জায়গার আরেক ড্রাইভার গুড্ডু মোহন্ত একই গ্রামের বাসিন্দা তিনি জানান, তিনি , কয়েকটা গাড়ির পিছনে ছিলেন রাস্তা জাম হওয়াতে গাড়িতে ব্রেক কষলে পিছন থেকে একটা গাড়ী এসে সজোরে ধাক্কা মারে, সামনে থাকা ট্রাকটিকে ঘটনাস্থলে ড্রাইভার , মৃত্যুর কোলে ঢলে পড়ে ঘটনার খবর পেয়ে দমকল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তিকে, উদ্ধার করে নিয়ে আসলে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি , ময়না তদন্তের জন্য, জলপাইগুড়ি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।।