|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে চড়চড়িয়ে বাড়ছে সবজীর দাম।যেকোন সবজীর দাম আকাশছোয়া হয়ে যাওয়াতে মধ্যবিত্যদের সবজী কিনতে নাকাল হতে হচ্ছে।সামান্য আলুর দাম বেড়ে গিয়ে দাড়িয়েছে কুড়ি টাকায়,ভালো পেয়াজের দাম কিনতে গেলে নেওয়া হচ্ছে ষাট টাকা কেজী করে।লঙ্কার ঝাঝ এতটাই যে সবজীর দোকানেও পাওয়া যাচ্ছে না।যেকোন সবজি পোয়া কুড়ি টাকা থেকে পচিশ টাকা।শিলিগুড়ির মুখ্য বাজারগুলিতে সবজীর দাম এতটাই বেড়ে গেছে যে বাজার করতে গিয়ে অর্ধেক বাজার করেই ফিরছেন মানুষ।দুদিন আগে যে সবজীর দাম কিলো প্রতি ষাট টাকা ছিলো এখন তা বেড়ে দাড়িয়েছে আশি টাকা কেজী।হঠাৎ করে সবজীর দাম বাড়বার কারনই হল পেট্রোল এবং ডিজেলের দাম বলে জানিয়েছেন সবজি বিক্রেতারা।
প্রায় তিনগুন বেশী দামে জিনিস কিনতে হচ্ছে তাদের বলে জানালেন শিলিগুড়ির ক্ষুদিরামপল্লীর এক সবজী বিক্রেতা।তিনি জানালেন সামান্য লাভে ব্যাবসা করতে হচ্ছে তাদের।অথচ ক্রেতারা কিনছেন প্রায় পাচগুন বেশী দাম দিয়ে।কবে কমতে পারে সবজীর দাম।বিক্রেতারা জানালেন কিছুই বলা যাচ্ছে না,সবই নির্ভর করছে পেট্রোল এবং ডিজেলের দাম কমা এবং বাড়বার উপর।কারন গাড়ির মালিকেরাও প্রচণ্ড ভাড়া চাইছে।উপায় নেই জানালেন তারা।