|
---|
নিজস্ব সংবাদদাতা :শারীরিক প্রতিবন্ধকতাকে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে মাউন্ট এভারেস্টের শিখরে কৌশলেন নেপালের হরি বুধমাগর। হাঁটু থেকে দুটি পা নেই তার, এরকম পরিস্থিতির মধ্য থেকেও এভারেস্ট জয়ের স্বপ্ন ছিল তার চোখে। শারীরিক প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে দিয়ে এভারেস্টের শিখরে পৌঁছলেন তিনি।
নেপাল প্রশাসন সূত্রে খবর মিলেছে শুক্রবার দিন তিনি মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছান। ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্য ছিলেন হরি, আফগানিস্তান যুদ্ধে তিনি পা হারান। তবে এবারের জয়ের স্বপ্ন তাকে হাতছানি দিত। তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল পর্বত আরোহণ সম্পর্কিত আইন। আইনে উল্লেখ ছিল যাদের দুচোখে দৃষ্টি নেই, দুটো পা এমন কেউ বা একা সেই ক্ষেত্রে পর্বত আরোহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এভারেস্ট এর ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য। এরপর তিনি এবং অন্যান্যরা সুপ্রিম কোর্টে আবেদন জানান। পর্বত আরোহন সম্পর্কিত উক্ত আইন বাতিল হয়। তারপরে থেকেই তিনি মাউন্ট এভারেস্ট অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন। অবশেষে মিললো সাফল্য, হার না মানা মানসিকতা, আত্মবিশ্বাস ও সাহসের উপর নির্ভর করে মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছলেন তিনি।