|
---|
কেশপুর: পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক গুচ্ছ কর্মসূচি রয়েছে তার। কোথাও রয়েছে পদযাত্রা, কোথাও রাত্রিযাপন। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মোহবনি এলাকায় ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে যাওয়ার কথা রয়েছে তার। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বিষয়ে খতিয়ে দেখতে মোহবনিতে এলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা।
প্রসঙ্গত বিপ্লবের মাটি মেদিনীপুর। কেশপুর ব্লক রয়েছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভিটে। ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে শ্রদ্ধা জানাতে আসতে পারেন তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার মোহবনীতে নিরাপত্তার বিষয় খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির রুট ম্যাপ নিয়ে নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার দিকে নজর দিচ্ছে জেলা পুলিশ। পাশাপাশি পুলিশের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর নিরাপত্তা বিষয়ে বাকি পর্যালোচনা হবে। তবে জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়তি কি চমক থাকে তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।