|
---|
নিজস্ব সংবাদদাতা :আগামী ৪ঠা ফেব্রুয়ারি অভিষেক ব্যানার্জি সমাবেশ করতে আসছেন কেশপুরের আনন্দপুর সংলগ্ন মাঠে। সেই জন্য জেলা জুড়ে প্রস্তুতি তুঙ্গে। মাঠ পরিদর্শন থেকে যাবতীয় কাজ শেষের মুখে।
ব্লক নেতা থেকে কর্মীরা সমাবেশে জেলার বেঁধে দেওয়া ২লক্ষ জমায়েতের টার্গেট নিয়ে জোরদার প্রস্তুতি নিচ্ছে। এদিন কেশপুরের মুগবসান অঞ্চলে প্রস্তুতি মিছিল ও সভা হয়। এদিনের মিছিলটি বাজুয়ারার চক থেকে মুগবসান বাজার পর্যন্ত হয়। মিছিল শেষে অঞ্চল পার্টি অফিসে কর্মীদের নিয়ে বৈঠক হয়। এদিনের প্রস্তুতি মিটিংয়ে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা , অঞ্চল সভাপতি হাসানুর জামান সহ অঞ্চল নেতৃত্বরা ও বুথ সভাপতি সহ কর্মীরা।