|
---|
মহঃ মফিজুর রহমান, আমডাঙা, নতুন গতি : রামপুরহাটের ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধার করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে । মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে । উত্তর ২৪ পরগণাতেও চলছে চিরুনি তল্লাশি । বেআইনি অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে ১০০ শতাংশ সমর্থন জানিয়েছেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান।
তাঁর কথায়, বেআইনি ভাবে অস্ত্র রাখার অধিকার কারও নেই । সুতরাং মুখ্যমন্ত্রীর অস্ত্র উদ্ধারের এই পদক্ষেপকে আমি ১০০ শতাংশ সমর্থন করছি । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আইন আইনের পথে চলবে ।
প্রসঙ্গত, আজ বারাসাত জেলা পুলিশের সহযোগিতায় এবং আমডাঙা থানার পরিচালনায় আমডাঙা থানা প্রাঙ্গণে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন । সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান।
বিধায়ক পুলিশকে আশ্বাস দিয়ে বলেন, আমার দলের কারও কাছে বেআইনি অস্ত্র থাকলে, পুলিশ তাকে গ্রেফতার করলে আমি পুলিশকে স্যালুট জানাবো । রফিকুর রহমানের কথায়, বেআইনি ভাবে অস্ত্র রাখার অধিকার কারও নেই । সুতরাং দলের কারও কাছে বেআইনি অস্ত্র থাকলে পুলিশ গ্রেফতার করুক। বেআইনি অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে ১০০ শতাংশ সমর্থন করার কথা জানান বিধায়ক রফিকুর রহমান ।