রাতের অন্ধকারে খরবা এলাকায় সাব মার্শাল পাম্প চুরি, সমস্যার কবলে গ্রামবাসী

 
উজির আলী,নতুনগতি,চাঁচল: জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। এখানে প্রশ্ন উঠেছে ক্ষিপ্ত গ্রামবাসীদের। মাত্র দশ দিন হল সাব মার্শাল পাম্প বসানো হয়েছে। চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েত এলাকার রানীপুর কবরস্থানের পাশেই বসানো হয় মার্শালটি। তারপরেই সেই পাম্প চুরির ঘটনায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে রানীপুর গ্রামে। এদিন সকালে মহিলারা পানীয় জল নিতে গেলে মার্শাল পাম্পটি না দেখতে পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। সকলের মুখে এখন একটিই প্রশ্ন কে কারা চুরি করেছে সেই সাব মার্শালটি ? এই চুরির ফলে ৭০ টি পরিবারের জল পানের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে জানান এলাকার যুবক হজরত বেলাল।
শনিবার খরবা পুলিশ ফাঁড়িতে পঞ্চায়েত সদস্যা জাহানারা খাতুন দুষ্কৃতিদের দ্রুত চিহ্নিত করতে একটি শ্মারকলিপি জমা করেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানান খরবা ফাঁড়ি ইনচার্জ অনিমেষ কর্মকার।