|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে চারুকলা (Fine Arts) ও Artists’ Canvas শিল্প পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক অনলাইন চিত্র প্রদর্শনী ।
যামিনী রায়কে স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে এই দুই পরিবার প্রদর্শনীতে অংশগ্রহণকারী সমগ্র ভারতের শিল্পীদের প্রদান করেছেন ‘যামিনী রায় সম্মান’, যা এক কথায় অনন্য একটি সম্মান বলা চলে । আর সবথেকে বড় পাওনা এই প্রদর্শনীতে বাংলার পাশাপাশি অন্যান্য বহু রাজ্যের শিল্পীরা অংশগ্রহণ করেছেন এবং বাংলার মাটির টান, বাংলার কৃষ্টিকে তুলে ধরেছেন জাতীয় আঙিনায় ।
পাশ্চাত্যকে ধারণ করতে গিয়ে বাংলার শিল্পীরা যখন খোয়াতে বসেছিলেন নিজেদের জাত, ঠিক সেই সময় আবির্ভূত হলেন দুই শিল্প পরিবারের কর্ণধার সুমন্ত ভৌমিক (Artists’ Canvas) ও রাজদীপ দাস (চারুকলা)। যেন হেরে যাওয়া একটা ফুটবল ম্যাচকে জয়ের আশা দেখালেন, শুধু তাই নয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ইচ্ছাশক্তি থাকলে জয় করা সম্ভব । বলে বলে গোল দিলেন কিছু স্বার্থান্বেষী ও শিল্পের নামে অরাজকতা সৃষ্টিকারীদের। এক সুতোয় বাঁধলেন সমস্ত ভাষাভাষী মানুষের প্রাণ । বুঝিয়ে দিলেন এই রেষারেষির সমাজেও দুটো ভিন্ন পরিবার এক হয়ে শিল্পের ও স্বপ্নের জন্ম দেওয়া যায়।