|
---|
খান আরশাদ, নতুন গতি, বীরভূম: বীরভূমের রাজনগরে এক গ্রাম পঞ্চায়েত সদস্যের চুরি গেল বাইক। ঘটনাটি ঘটেছে রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। গ্রাম পঞ্চায়েত সদস্যদের নাম শেখ মানিক। বাড়ি রাজনগর অঞ্চলের আরালি গ্রামে। শেখ মানিক জানান অন্যান্য দিনের মতো তিনি রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যান নিজের বাইকে করে। বাইকটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে কার্যালয়ের ভেতরে নিজের কাজ করতে যান। প্রায় ঘন্টা খানেকের মধ্যেই নিজের কাজ সেরে বাইরে এসে দেখেন তার বাইকটি নেই। বহু খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পাওয়া যায়নি ওই পঞ্চায়েত সদস্যের বাইকটির । বিষয়টি জানানো হয় রাজনগর থানার পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত করছে।