|
---|
“পান্থপাদপ” পঞ্চম পর্যায়ে পান্থপাদপের ত্রাণ বিতরণ
সেখ মহম্মদ ইমরান : লকডাউনের ফলে কর্মহীন হওয়া অসহায় পরিবারের পাশে দাঁড়ালো পান্থপাদপ। শুক্রবার মেদিনীপুর পান্থপাদপ সোসাইটির উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের কেরানীচটিসহ সংলগ্ন এলাকার ভালুকখুনিয়া,মাদারপুর,বাড়ুয়ার দুঃস্থ ও কর্মহীন ৮০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়ার হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সুব্রত দত্ত, সদস্য দিব্যেন্দু সাহা, মলয় ঘোষ,রঞ্জন কর, সুজয় ঘোড়াই, কাঞ্চন জ্যোতি দোলই, হীরুলাল পাখিরা সহ অন্যান্যরা। এছাড়াও সমস্যার মধ্যে মেদিনীপুর পুর এলাকার দুটি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।এটি ছিল পান্থপাদপের তরফে পঞ্চম পর্যায়ের ত্রাণ বিতরণ কর্মসূচী। এর আগে সংগঠনের তরফে গোয়ালতোড়, বড়কলা, খয়েরুল্লাচক ও সবং এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার ত্রাণ হিসেবে ডাল,সরিষায়:তেল,
হলুদ গুঁড়া ,লঙ্কা গুঁড়া,,লবন ,সোয়াবিন,বিস্কুট,সাবান,মুড়ি,আলু,পেঁয়াজ,ডিম,কুমড়ো ,কুঁদরি,ঢেঁড়স প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে পান্থপাদপের পক্ষ থেকে তুলে দেওয়া হয়।