গৌতম দেবের রিপোর্ট পজিটিভ আসবার পরেই নিজেকে ঘরবন্দি করলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ

উত্তরবঙ্গ: এবারে নিজেকে ঘরবন্দি করলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।গতকাল গৌতম দেবের রিপোর্ট পজিটিভ আসবার পরেই নিজেকে ঘরবন্দি করার সিদ্ধান্ত নেন বর্তমান তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

    গতকাল গৌতম দার রিপোর্ট পজিটিভ এসেছে,এমতাবস্থায় আমার লালারস পরিক্ষা করা ছাড়া অন্য কোন উপায় নেই।নিজেকে সাবধান রাখা,এবং অন্যকে সাবধান করাও আমাদের প্রধান কর্তব্য।আমি আমার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমার বিনীত অনুরোধ জানিয়ে রাখছি তারা যেন তাদের লালারস পরিক্ষা করেন,তাহলেই আমাকে মান্য করা হবে।

    পাপিয়া ঘোষ আরো জানান তিনি আপাতত হোম আইসোলেসনে থাকবেন,যদি শরীর তার ঠিক থাকে তবে তিনি ঘরে বসেই চিকিৎসা করাবেন তার।প্রথমে গৌতম দেব তারপরে কমল আগরওয়ালা এবং এখন সন্দেহের তালিকায় পাপিয়া ঘোষ,সত্যি সত্যি করোনার থাবার খপ্পরে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস।তবে জেলা সভাপতি নির্দেশ দিয়েছেন শিলিগুড়ির মোট 47টি ওয়ার্ডের প্রার্থী কিংবা সাধারণ কর্মীদেরও কোভিডবিধি মেনে প্রচার করতে।কারন ভোটের আগে একের পর একজন করোনা আক্রান্ত হয়ে পড়ছেন,ভোটের আগে চিন্তায় তৃণমূল নেতৃত্ব,তাই পুরসভা যাতে দখল করা যায় এবং অন্যদিকে কোভিডবিধিও মেনে চলা যায় সেটাও খতিয়ে দেখছেন তারা।