ক্যান্সার আক্রান্ত ছাত্রের পাশে পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: বরাবরই তিনি মানুষের পাশে থাকেন । তাই আবারও মানবিক মুখ নিয়ে এগিয়ে এসে ক্যান্সার আক্রান্ত এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন মানবদরদী ছাত্র দরদী শিক্ষক তথা পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই। জানা গেছে, গড়বেতা পশ্চিম চক্রের বুলানপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ৭ বছর বয়সী ছাত্র রিকেশ নন্দনের শরীরে ধরা পড়ে মারণ ক্যান্সার রোগের অস্তিত্বl জীবন যুদ্ধের সাথে লড়াই করা এই পরিবারটি এখন কঠিন বাস্তবের সম্মুখীন। রিতেশের অন্যান্য বন্ধুরা যখন পড়াশোনা বা খেলাধুলায় ব্যস্ত তখন সে গড়বেতা থেকে অনেক দূরে মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে ভর্তি। মারণ রোগের বিরুদ্ধে বছর সাতের এই কিশোরের লড়াইয়ের কথা জানতে পেরেই পরিবারটির সাথে নিজে থেকেই যোগাযোগ করেন দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তথা পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা শিক্ষক কৃষ্ণেন্দু বিষই। তিনি জানিয়েছেন, আমি খোঁজ পাই বুলানপুরের একজন দ্বিতীয় শ্রেণীর ছাত্র ক্যান্সার আক্রান্ত। এই কথা শুনে আমার হৃদয়টা কেঁদে ওঠে। তখনই আমি সিদ্ধান্ত নিই ওই ছাত্রের পাশে দাঁড়াবো। সেইমত আমি ওই ছাত্রের পরিবারকে ডেকে পাঠায় এবং আমার একমাসের বেতন ৫১,৭৯০ টাকা ওর ঠাকুমা তুষা নন্দনের হাতে তুলে দিই। এছাড়াও এদিন তিনি সকলকে সাধ্য মতো শিশুটির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।

    মায়ের কোলে ছোট্ট রিকেশ নন্দন

    উল্লেখ্য এর আগেও মানবিক ছাত্রদরদী চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিসই অনেক শিক্ষার্থীর পাশে আর্থিকভাবে দাঁড়িয়েছেন। এছাড়াও করোনা উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন পরিবারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে খাদ্যদ্রব্য, অসুস্থ মানুষের চিকিৎসার খরচ, শিক্ষার্থীদের পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি ।

    এদিন উপস্থিত ছিলেন শিক্ষক অনিমেষ দে, শিক্ষক শান্তুনু দে, শিক্ষক সৌমেন ঘোষ সহ অন্যান্যরা