|
---|
উত্তরবঙ্গ: এনজেপী থেকে শেয়ালদা ট্রেনের খাবার নিয়ে বিক্ষোভ যাত্রীদের,গতকাল এন জেপী থেকে শেয়ালদা গামী এক ট্রেনের খাবার নিয়ে যাত্রীরা,তাদের অভিযোগ পর্যাপ্ত টাকা নিয়েও ঘুরিয়ে ফিরিয়ে বাসী খাবার দিচ্ছেন যাত্রীদের তারা।এমন খাবার যে মুখেই দেওয়া মুষ্কিল।গতকাল এনজেপী শেয়ালদা গামী একটি ট্রেনে যাত্রীদের খাবার দেওয়া হয় কিশনগঞ্জ ষ্টেশনে।সেই খাবার মুখে দিয়ে এক যাত্রী বাসি খাবার দেওয়া হয়েছে এ নিয়ে ঝামেলা করেন রেলের ক্যাটারারদের সাথে,পরে অন্য যাত্রীরা ওই খাবার মুখে দিয়ে একই অভিযোগ করায় ঝামেলা শুরু হয়ে যায় রেলের যাত্রীদের সাথে রেলের ক্যাটারারদের।পরে ওই ক্যাটারারদের পক্ষ থেকে তিনি এগিয়ে এসে দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করবার কথা জানালে বিষয়টি তখনকার মত মিটে যায়।
তারপরে আবার অন্য কামরা থেকেও যাত্রীরা একই অভিযোগ করায় পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়।পরে রেলের দায়িত্বপ্রাপ্ত গার্ড নিজে এগিয়ে এসে সমস্যার সমাধান করেন।তার পরে যাত্রীরা অভিযোগ করেন গত তিনমাস ধরেই রেলের খাবারের মান প্রচণ্ড খারাপ হয়ে গেছে।টাকা দিয়েও খাবার পাচ্ছেন না তারা।বাধ্য হয়েই একদিকে টাকা রেলকে দিয়েও আবার বাইরে থেকে খাবার কিনছেন তারা।তবে রেলের তরফ থেকে জানানো হয়েছে বিষয়টি তাদের হাতের বাইরে তবুও তারা দেখবে।