|
---|
শিলিগুড়ি: শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা হয়েছে রাজ্যের সমস্ত স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের নীল সাদা পোশাক দেওয়া হবে । এর প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় আওয়াজ উঠতে শুরু হয়েছে ।
সেইরকমই আজ শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে শিলিগুড়ি শহরের প্রাক্তন পড়ুয়ারা বিক্ষোভ দেখায় এবং প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেন যাতে এই সিদ্ধান্ত বদল করা হয় । তাদের কথা অনুযায়ী স্কুলের পোশাক সেই স্কুলের গরিমা এবং ঐতিহ্য বহন করে সেই কারণে তারা চান যাতে পোশাকের রঙ পরিবর্তন না করা হয়।তারা এও জানিয়েছেন বর্তমান ইষ্কুলের ছাত্রীরাও তাদের সাথে সহমত প্রকাশ করেছেন,তারা জানিয়েছেন তারাও তাদের ইষ্কুলের ড্রেসকে ভালোবেসে ফেলেছেন,তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবেন তাদের ইষ্কুলের ড্রেসের যেন পরিবর্তন করা না হয়।এতে তারা মানসিকভাবে অনেকটাই পিছিয়ে পড়বেন।আজ সকালে শিলিগুড়ির বিভিন্ন মহিলা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা একত্র হন।তারা জানান তারা এবং তাদের ভবিষ্যত (বর্তমানে সমস্ত ইষ্কুলের ছাত্রীরা)সকলেই তাদের আগের ইষ্কুলের ড্রেসকেই সন্মান করেন তাই তাদের সবার অনুরোধ ইষ্কুলের ড্রেস যেন একই থাকে পরিবর্তন করা না হয়।