|
---|
নিজস্ব সংবাদদাতা : নকশালবাড়ির বিশিষ্ট সমাজসেবী টুম্পা সরকার (ঘোষ) আজ তার জন্মদিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাধ্যমে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সাক্ষর করলেন। তিনি জানালেন আমার অনেকদিনের শখ ছিল এই কাজটি করা।যাতে মৃত্যুর পরেও কিছু মানুষ জীবন কাটানোর জন্য এইসব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাজে লাগাতে পারবে।আমি আমাদের পরিবারের লোকেদের সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি।এবং আমার এই সিদ্ধান্তের সাথে তারা একেবারেই একমত। টুম্পা সরকার জানালেন মানব ধর্ম হল সবচাইতে বড় ধর্ম।আর আমার সিদ্ধান্ত মানব ধর্মের মধ্যে পড়ে।এদিন টুম্পা সরকারকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন গোটা এলাকার মানুষ। আমার ছেলেমেয়েরাও খুশী আমার এই সিদ্ধান্তের সাথে তারা খুব উত্তেজনা বোধ করছে। ওরা ছোট তাই অতটা বুঝতে পারছে না।তবে এতটুকু বুঝেছে ওদের মা একটা ভালো কাজ করতে যাচ্ছে।