|
---|
সালমা সুলতানা, কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তর প্রসঙ্গে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার পথে নামলো আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ‘বদমাইশ’ বলে মন্তব্য করেছেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম । আর এই মন্তব্যের প্রতিবাদে ফুঁসছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ সোমবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট জমিতে প্রস্তাবিত হোস্টেল , খেলার মাঠ , স্টাফ কোয়াটার , লাইব্রেরি সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার দাবি তোলেন আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা, পাশাপাশি ফিরহাদ হাকিমের মন্তব্যর নিন্দা জানিয়ে সরব হন আলিয়ার ছাত্র-ছাত্রীরা।
দীর্ঘদিন থেকেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের নানান সমস্যা নিয়ে আন্দোলনরত এবার, আবারো এক বিতর্ক জন্ম নিল বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তরকে কেন্দ্র করে।
উল্লেখ্য সম্প্রতি নবান্নে একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা ন্যাশানাল মেডিক্যাল কলেজের স্থানাভাবের সমস্যা মেটাতে আলিয়া বিশ্ববিদ্যালয়এর পার্ক সার্কাস ক্যাম্পাস সংলগ্ন জমিটি ক্যালকাটা ন্যাশানাল মেডিক্যাল কলেজ কে দেওয়ার প্রস্তাব দেন এবং এ বিষয়ে আলিয়ার ছাত্রদের সঙ্গে কথা বলার জন্য বলেন । রাজ্যের এক গুরত্বপূর্ন মন্ত্রী সেখানে আলিয়ার ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে তির্যক মন্তব্য করে বলেন “ওরা বদমাইশ” ৷ ওদের সঙ্গে কথা বলেন হবে না ৷ করে নিতে হবে ৷” সংশ্লিষ্ট বিষয় নিয়ে সৃষ্টি হয় বিতর্ক৷ সোমবার ফিরহাদ হাকিমের ওই মন্তব্যের তীব্র নিন্দা করে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ ২০১৬ সাল থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস সংলগ্ন জমিতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল এবং খেলার মাঠ গড়ে তোলার জন্য আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার প্রস্তাব জানিয়ে আসছিল কিন্তু প্রস্তাবিত কাজ এখনও শুরু হয়নি। আলিয়ার আন্দোলনরত ছাত্রদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে হস্টেল নির্মাণের দাবি করলেও এখন ছাত্র আন্দোলনের বিরোধিতা করছে। তবে মুখ্যমন্ত্রীর প্রস্তাবের ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থানকে সন্দেহের চোখে দেখছে আন্দোলরত ছাত্র-ছাত্রীরা।