এন. আর. এস নিগ্রহ কান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী

    আবু সালেহ মুসা: ফুরফুরা শরীফ: এন. আর. এস হাসপাতালে চিকিৎসক নিগ্রহকে কেন্দ্র করে সারা রাজ্যে চিকিৎসা পরিষেবায় যে অচলাবস্থা তৈরি হয়েছে এবং যেভাবে বিনা চিকিৎসায় সাধারন মানুষ চরম অসুবিধার সম্মুক্ষীন হয়েছে সেই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কোরায়েশি।
    তিনি বলেন, বাংলার সর্বত্রই একটা চক্র রাজনৈতিক সুবিধার্থে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্ঠি করতে চাইছে এবং বাংলার ঐতিহ্যকে ধ্বংস করে রাজ্যে অরাজকতা সৃষ্ঠি করতে চাইছে তাই রাজ্যের প্রশাসনের প্রধান হিসাবে মাননীয়া মূখ্যমন্ত্রীর আরও নমনীয়তার সহিত জনসাধারনের স্বার্থ দেখা উচিৎ কারন তিনি সমগ্র রাজ্যের মুখ্যমন্ত্রী কোন দলের নয়। তিনি জুনিয়ার ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন যে হাসপাতালে চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো নেই, না আছে চিকিৎসকদের পর্যাপ্ত সুবিধা। দিনের পর দিন পরিকাঠামোর অভাবে রোগী মারা গেলে ডাক্তারদের উপর আক্রমন শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা তাই ডাক্তারদের প্রতি সহানুভুতি দেখিয়ে তাঁদের নিরাপত্তার গ্যারান্টি দিক সরকার। কারন তাঁরা যদি ভীত, সন্ত্রস্ত থাকে তাহলে চিকিৎসা করবে কি ভাবে ?
    এছাড়াও তিনি সমস্ত হাসপাতালে দালাল চক্রের তীব্র নিন্দা করেন এবং বলেন এখন কোন রোগীকে কলকাতায় ভর্তি করতে গেলে দালাল ধরতে হয় এবং গরীব মানুষের নিকট থেকে মোটা টাকা নিয়ে তবেই ভর্তি হয় তাই তিনি মুখ্যমন্ত্রীর নিকট দালাল চক্র বন্ধের আবেদন জানান।
    সর্বশেষে পীরজাদা আব্বাস সিদ্দিকী আল-কোরয়াশী উক্ত ঘটনার পূর্নাঙ্গ নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়ে যারা অভিযুক্ত তাঁদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে শীঘ্র আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার কথা বলেন এবং তিনি সারা রাজ্যের সমস্ত আন্দোলনরত ডাক্তারদের নিকট অনুরোধ করে বলেন আপনাদের ন্যায্য শান্তিপূর্ন আন্দোলনকে সমর্থন করি সাথে সাথে অনুরোধ করছি আপনারা চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করুন।