|
---|
একটি মিথ্যে কথা বিজেপির আইটি সেল ছড়িয়ে বেড়াচ্ছে যে কেন্দ্র অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্যে পিএম কেয়ারের টাকা বরাদ্দ করে দিয়েছে, কিন্তু তৈরি না হওয়ার দোষ রাজ্য সরকারের |অথচ এগুলো রাজ্য সরকারের প্রজেক্টই না | কোন রাজ্য সরকারের কেন্দ্র থেকে টাকা পাওয়ারও কথা না, পায়ও নি | এর টেন্ডার ডাকা থেকে, ইন্সটলেশান সবই কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনের CMSS এর দায়িত্ব। কাজটি এখনো পর্যন্ত পুরোপুরি ওরাই করছে |
পুরো ব্যাপাটি দেখে নেওয়া যাক |
………………………………
প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা ও ত্রাণ তহবিল (পিএম কেয়ার) থেকে,
জরুরি অবস্থায় দেশের পাবলিক হেলথ সিস্টেমে সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে অভ্যন্তরে অতিরিক্ত ১৬২ টি PSA মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপনের জন্য ২০১.৫৮ কোটি টাকা বরাদ্দ করেছে |
* স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং সেন্ট্রাল মেডিক্যাল সাপ্লাই স্টোর (CMSS) এই সংগ্রহ কার্য্য দেখাশোনা করবে |
* মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সেন্ট্রাল মেডিকেল সাপ্লাই স্টোর (CMSS) এর সরবরাহ ও পরিচালনার জন্য ১৩৭.৩৩ কোটি এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির জন্য প্রায় ৬৪.২৫ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে |
* ৩২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১৫৪.১৯ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন মোট ১৬২ টি প্ল্যান্ট স্থাপন করা হবে |
* যে যে সরকারি হাসপাতালে এই প্ল্যান্ট তৈরী করা হবে, সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে পরামর্শ করে স্থান চিহ্নিত করা হয়েছে |
* প্রতিটি প্ল্যান্টে প্রথম 3 বছরের জন্য ওয়ারেন্টি থাকছে। এবং প্রকল্পটি পরবর্তী ৭ বছরের জন্যে CAMC (Comprehensive Annual Maintenance Contract) অন্তর্ভুক্ত রয়েছে |
* প্ল্যান্ট গুলি নিয়মিত দেখাশোনার দায়িত্ব হাসপাতাল এবং সংশ্লিষ্ট রাজ্যের। CAMC সময়কালের পরে, সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব হাসপাতাল ও সংশ্লিষ্ট রাজ্য বহন করবে |
…………………………..
এবার কিছু জিনিস দেখে নেওয়া যাক |
১। কোন রাজ্য সরকার এই প্ল্যান্ট গুলো তৈরি করার জন্যে কেন্দ্রের থেকে টাকা পায়নি |
২। প্ল্যান্ট গুলো তৈরি এবং প্রথম ৩ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকা CMSS. এটা কেন্দ্র সরকারের প্রজেক্ট আর দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে কোন কোন হাসপাতালে এই প্ল্যান্ট গুলো স্থাপন হবে সেটা স্থির হয়ে গেছে |
৩। এর টাকা কেন্দ্র সরকারের কাছে, টেন্ডার ডেকেছে কেন্দ্র সরকার টেন্ডার (অক্টোবর-২০২০ সালে), সব স্থির হওয়ার পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্র সরকার (জানুয়ারি-২০২১ সালে) | কবে এগুলো তৈরি হবে, সেটাও জানে কেন্দ্র সরকার। এমনকি ১৮ই এপ্রিলেই কেন্দ্র সরকার আরও দুটি টুইট করেছে দাবি করেছে এপ্রিলের শেষে এবং মে মাসের শেষে যথাক্রমে ৫৯ এবং ৮০ টি প্ল্যান্ট তৈরি হবে |
অথচ, কিছু লোক (বিজেপির আই টি সেল) যথারীতি ধান্দাবাজি করে, মিথ্যে কথা বলে দিল্লী, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যের ঘাড়ে এই ভয়াবহ ব্যার্থতার দোষ চাপাতে চাইছে | যেখানে এতো লোক অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, সেখানেও এদের এই রাজনীতি আর ধান্দাবাজি করার মানসিকতা হয়?
(আমি এই লেখাটি লিখতাম না, কিন্তু ফেসবুকের আমার বন্ধু মহলের অনেকেই এই মিথ্যে প্রপাগ্যান্ডাতে বিভ্রান্ত হচ্ছে দেখে লেখাটি লিখলাম)
Via : Dipanjan Bhattacharya