গদাধর মেলা উপলক্ষে কবি সম্মেলন নদিয়ায়

নদীয়া: গত রবিবার ৬ই ফেব্রুয়ারি নদিয়া জেলার বড়ো আন্দুলিয়ায় ৫৯ তম গদাধর মেলা উপলক্ষে একটি কবি সম্মেলনের আয়োজন করা হয়।বিশিষ্ট কবি ও সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায় ধূপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। স্বাগত ভাষণ দেন কবি জয়নাল আবেদিন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট জারি শিল্পী আজিমউদ্দিন মন্ডল।

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সেখ রমজান আলি, মোশারফ হোশেন, নীলোৎপল দত্ত, হজরত আলি,সামসের আলী প্রমুখ। সংগীত পরিবেশন করেন শিল্পী নওশাদ মল্লিক, দয়াল সেখ। কবিতা পাঠ করেন কবি দীনমহাম্মদ সেখ, মটর বিশ্বাস, মেঘনাদ বাহাদুর থাপা, খোদেজা সেখ, জাহানারা বেগম, ফজলুর রহমান মন্ডল, জনসন সন্দীপ প্রমুখ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আশি জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।প্রত্যেক কবি সাহিত্যিকদের মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সাধন পাত্র।