|
---|
ময়নাগুড়ি, ২৯শে নভেম্বর: সোমবার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মোয়ামারি, গ্রামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ তার নাম গোবিন্দ সাহা বয়স 23।
ঘটনাটি ঘটে আনুমানিক বেলা বারোটা নাগাদ। মৃতের ভাই অনুপ সাহা বলেন প্রতিদিনের মতন বাবা সকালের খাবার খেয়ে কাজে ময়নাগুড়ি বাজারে আসে। কিন্তু আজকের বাজারে আসেনা। মৃতের বোন ঊর্বশী সাহা গরুর খাবার দিতে গেলে দেখে তার দাদা গোবিন্দ সাহা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। এই অবস্থায় পুরুষের চেঁচামেচি শুরু করলে বাড়ির লোকজন প্রতিবেশীরা ছুটে আসে। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সেই সঙ্গে সেইসঙ্গে ঝুলন্ত যুবককে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত যুবক একটি মাছের আরদ এর একটি মাছের আরদে কাজ করতেন পরিবার সূত্রে জানা যায় বলে পরিবার সূত্রে জানা যায়।