|
---|
নিজস্ব সংবাদদাতা :- পাঁচড়া অঞ্চলের দহল গ্রামে বৃহস্পতিবার দুপুরে খয়রাশোল থানার পুলিশ ৭০ টন অবৈধ মজুদকৃত কয়লা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ গোপন সূত্রে খবর পায়।
খয়রাসোল থানার অন্তর্গত পাঁচড়া অঞ্চলের দহল গ্রামের সেখ নুরুদ্দিন তার বাড়ির কাছে প্রচুর পরিমাণে অবৈধভাবে কয়লা মজুদ করে রেখেছে। সেই সূত্রে খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জির নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী সেখানে অতর্কিতভাবে হানা দিয়ে অবৈধভাবে মজুদকৃত কয়লা বাজেয়াপ্ত করে ।
অবৈধ ভাবে মজুদকৃত কয়লার পরিমাণ প্রায় ৭০ টন বলে বলে পুলিশ সূত্রে জানা গেছে । অভিযুক্ত শেখ নুরুদ্দিন পলাতক,খয়রাশোল থানার পুলিশ তার খোঁজ করছে।