নয়া কেন্দ্রীয় নির্দেশ অনুসারে সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত কাজ করতে পারবে বিএসএফ

আব্দুস সামাদ জঙ্গিপুর: সীমান্ত রক্ষী বাহিনীর জন্মলগ্ন থেকেই আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত কাজের পরিধি নির্ধারিত ছিল। তবে কেন্দ্রীয় নির্দেশ অনুসারে সম্প্রতি সেই কাজের এলাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। নয়া নির্দেশ অনুসারে সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফ কাজ করতে পারবে।

    এছাড়াও কেন্দ্র যে গেজেট প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, আসাম, পশ্চিমবঙ্গ, পাঞ্জাবের মতো রাজ্যগুলির সীমান্তে বিএসএফ-এর ক্ষমতা বাড়ানো হচ্ছে। এতদিন তারা সীমান্ত থেকে ১৫ কিলোমিটার অঞ্চলের মধ্যে নজরদারি চালাতো পারতো। গ্রেপ্তার বা তল্লাশি চালাতো পারতো। নতুন নিয়মে তারা সীমান্ত থেকে ৫০ কিলোমিটার অঞ্চল পর্যন্ত নজরদারি চালাতে পারবে। স্থানীয় পুলিশকে উপেক্ষা করে বিনা ওয়ারেন্টে তল্লাশি চালাতে এবং গ্রেপ্তার ও করতে পারবে। সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশ রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কেন্দ্রের দাবি।নির্দেশ দিতেই সমস্ত মুর্শিদাবাদ জেলা জুড়ে ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ঘেঁড়াও করার নির্দেশও দেন ভারত সরকার। তেমনি জঙ্গিপুর মহুকুমার বিভিন্ন ব্লকের পাশাপাশি আজ সুতি-১ ব্লকেও সকল মেম্বার- প্রধান, সুতি-১ পঞ্চায়েত সমিতির মেম্বারগণ, ও বিএসএফ আধিকারিক বি.এল.আর.ও, সহ আরও অন্যান্য অফিসারদের নিয়ে এই কর্মসূচি সম্পন্ন করেন। এছাড়াও সুতি ১ নম্বর ব্লকের H.M রিয়াজুল হক BDO বলেন সকল কৃষকদের সাথে যোগাযোগ করে এই বিষয়টি নিয়ে সচেনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হবে।