আবারো পুকুর খনন করতে গিয়ে বিক্ষোভ এর মুখে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার

নতুন গতি নিউজ ডেস্ক: আবারও পুকুর খনন করতে গিয়ে বিক্ষোভ এর মুখে পড়লেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রসঙ্গত তার নিজের তৈরি অভিযোগ বক্স এ অভিযোগ পেয়েই চেয়ারম্যান কে নিয়ে বিধায়ক নিজে সরোজমিনে পরিদর্শনে যান ব্যান্ডেল লিচুবাগান ঝাঁপপুকুর এলাকায়। এবং দেখেন সেই পুকুরটি সত্যি ই ভরাট করা হচ্ছে। তারপর তিনি সম্পূর্ণ বিষয়টি ডি এম ,এ টি এম এল আর বি এল আর ও কে জানান।

    আজ সেই পুকুরটি সরকারি আধিকারিকদের নিয়ে মাপতে গেলে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন অসিত বাবু। অভিযোগের তীর স্থানীয় কাউন্সিলর সুনীল মালাকার এর দিকে। অসিত বাবুর সামনেই চলে দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে স্লোগান। এই পুকুরটি ভরাট করার ফলে নর্দমার জল জমে যাচ্ছে। এই অঞ্চলেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি স্কুল আর সেই স্কুলেই জল জমায় শিক্ষিকারা বাধ্য হয়েছে স্থানীয় এক বাড়িতে আপাতত স্কুল চালাতে। স্থানীয় বাসিন্দাদের দাবি বিগত আট বছর ধরে এই পুকুরটি একটু একটু করে বুঝিয়ে প্লটিং‌‌‌ করে জায়গা বিক্রি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আরো দাবি এই পুকুর ভরাটের সঙ্গে শুধু কাউন্সিলর নয় চেয়ারম্যান বিধায়ক সবাই জড়িয়ে।

    স্থানীয় এক বাসিন্দা জানান আমরাও চাই এই পুকুরটি খনন করা হোক তবে যাদের এই জমি বিক্রি করা হয়েছিল তাদের পয়সা ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে বিধায়ক জানান অভিযোগ পেলাম এই পুকুর ভরাট করে জমি প্লটি‌‌‌‌‌ং হয়েছে। দল-মত নির্বিশেষে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।