রক্তদানে কিসের দ্বিধা হচ্ছে কেন ভয়, জানেন না কি রক্ত দিলে হয়না দেহের ক্ষয়।

ফারুক শেখ,নতুন গতি,পলাশী:-রক্তদানে কিসের দ্বিধা হচ্ছে কেন ভয়—-জানেন না কি রক্ত দিলে হয়না দেহের ক্ষয়।

    পাঁচ কেজি-টাক রক্ত থাকে
    সবার মাথা পিছু,
    ৩৫০মি.লি. দিয়ে দিলে
    নেইকো ক্ষতি কিছু।
    দু-সপ্তাহে পূরণ করে–
    আবার ওঠে জমে।
    নিজের দেহ ই ঠিক করে নেয়
    গেছিল যেটা কমে।
    শরীরে সব রক্ত যে ভাই, হচ্ছে অবিরত
    নষ্টও তা হচ্ছে পরে, খোঁজ কি রাখেন এত?
    মন্ত্রী-রাজা হয়তো বা কেউ ফকির এ সংসারে
    রক্তটাতে নেই ভেদাভেদ, সমান হতে পারে।
    শেখ মুজিবুর, রক্ত যে দেয়, রাজদীপ তাই বাঁচে
    জাত ধর্ম এক হয়ে যায়, রক্ত ধারার কাছে।
    তাই তো বলি রক্ত দিতে এগিয়ে আসুন ভাই
    রক্তদানের চেয়ে যে আর মহৎ কিছুই নাই।

    “যাঁরা নিজের রক্ত অন্যের জন্য দান করেন, তাঁরা সত্যিকার বীর”

    তুচ্ছ নয় রক্ত দান,
    বাঁচতে পারে একটি প্রান,
    রক্ত দিলে হয়না ক্ষতি,
    জাগ্রত হয় মানবিক অনুভুতি,

    শত কোটি প্রণাম বর্ষিত হোক তোমার চরণে

    আপনার রক্ত দান আর এক জনের জীবন দান ।

    বহরমপুর মেডিকেল কলেজে আজ দুই দিন থেকে সালামত সেখ নামে একটা বাবা ভর্তি ছিল অপারেশনের এর জন্য A+ খুবই রক্তের প্রয়োজনে চারিদিকে খোঁজা খুঁজি রক্ত না পাওয়ায় আমাদের এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের এডমিন ফারুক এর সাথে যোগাযোগ করেন এবং আমাদের গ্রুপে জানান। গ্রুপ এডমিন ফারুক সঙ্গে সঙ্গে আলফায়েড ভাই কে রক্ত দেওয়ার জন্য বলে তিনি যাওয়ার জন্য প্রস্তুত হন। আলফায়েদ ভাই তার নিজের সমস্ত কাজ ফেলে সঙ্গে সঙ্গে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হন। ট্রেন ও বাস এর সমস্যার মধ্যেও দীর্ঘ ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে আলফায়েদ ভাই পলাশী থেকে ছুটে যান বহরমপুর মেডিকেল কলেজে এবং রক্ত দেয়। আলফায়েদ ভাই রক্ত দিয়ে নিজেকে মহান প্রমান করেন। আলফায়েদ ভাই আরও বলেন যে “আমার রক্তে যদি সহযোগিতা করে – মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে তাহলে আমি কেন করবো না স্বেচ্ছায় রক্তদান? ”
    রক্ত দানের মতো পৃথিবীতে এর থেকে আনন্দের আর কোনো কিছু হতেই পারেনা। এই পরিস্থিতিতে খুবই রেয়ার গ্রুপের রক্ত পেয়ে পেসেন্ট এর বাড়ির লোক খুবই খুশি হন।
    পেসেন্ট এই কষ্টের মূহুর্তে মুখে হাসি আনতে পেরে আলফায়েদ ভাই ও আমাদের এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সকলে খুব আনন্দিত।


    পেসেন্টের বাড়ি ও আমাদের এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের পক্ষ থেকে আলফায়েদ ভাইকে হাজার হাজার ভালোবাসা ও অভিনন্দন ।
    সকলে আসুন আমাদের সাথে এই মহান কাজে যুক্ত হওয়ার জন্য, এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপ সবার জন্য সব সময় পাশে থাকে ২৪/৭
    রক্তদান মহৎ দান।
    “বর্ণ অনেক
    ধর্ম অনেক
    রক্ত #…… এক”

    প্রতিটি রক্তদাতা জীবন রক্ষাকারী।

    রক্তদান মানবজাতির সেবা।

    রক্তদান মানবতার সবচেয়ে বড় সূচক