রক্তকরবী_পুরমঞ্চ

 

    আজিম শেখ:নতুন গতি

    বহু ঘটনার সাক্ষী এই রক্তকরবী পুরমঞ্চ।রবি ঠাকুরের এক বিখ্যাত নাটকের নাম অনুসারে নামাঙ্কিত এই রক্তকরবী পুরমঞ্চ।২০০৯ সালে ২১শে ফেব্রুয়ারি বীরভূম লোকসভার সাংসদ রামচন্দ্র ডোম মহাশয় নির্বাচনী কৌশল স্বরূপ অসম্পূর্ন অবস্থায় রক্তকরবী পুরমঞ্চের উদ্বোধন করেন।কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে তার অসম্পূর্ণতা লক্ষ্য করা যায়।এই রক্তকরবী পুরমঞ্চের সংস্কারের জন্য এলাকাবাসী বর্তমান সাংসদ শ্রীমতি শতাব্দী রায়ের কাছে আবেদন জানান।আবেদনের ভিত্তিতে শতাব্দী রায় ও কৃষি মন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জীর উদ্যোগে এবং রামপুরহাট পৌরসভার কর্ম প্রচেষ্টায় এই রক্তকরবী সংস্কারের কাজ কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যায়।কাজ চলা কালীন বহু নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয়েছে,সেগুলো যদি সমাধান না করা যায় তাহলে পরবর্তী কালে যে শিল্পীরা এখানে অনুষ্ঠান করবে এবং যারা দর্শক থাকবে তাঁদের বহু সমস্যায় পড়তে হবে।তাই আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া,আমাদের শিল্পীদের যাতে কোনোরূপ অসুবিধে না হয় সেই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।হ্যা, এটা স্বীকার করা হচ্ছে যে রক্তকরবী সংস্কারের ক্ষেত্রে অনেক সময় নেওয়া হচ্ছে কিন্তু আগামী দিনে যে রক্তকরবী আপনাদের সামনে আসতে চলেছে যেটা বীরভূম তথা বিস্তীর্ন এলাকায় এইরকম মঞ্চ নেই।