পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থানে বসলেন প্রিয়াঙ্কা গান্ধী‌

 নতুন গতি, ওয়েবডেস্ক:‌ কংগ্রেসের জাতীয় সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলীয় সদস্যরা দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থানে বসলেন। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর পুলিশি হামলার বিরুদ্ধেই তাঁদের নীরব প্রতিবাদ, জানিয়েছে কংগ্রেস। রবিবার জামিয়া মিলিয়ার পড়ুয়ারা নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখাচ্ছিলেন। দিল্লি পুলিশ বিক্ষোভ দমন করতে ভয়াবহ রূপ নেয়। তা ছড়িয়ে পড়ে আলিগড় বিশ্ববিদ্যালয়েরও। আর তাই নিয়েই অবস্থানে বসলেন প্রিয়াঙ্কা গান্ধী। ইন্ডিয়া গেটের সামনে নীরব অবস্থানে বসলেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সদস্যরাও। কংগ্রেসের কেসি বেনুগোপাল, একে অ্যান্টনি, পিএল পুনিয়া, আহমেদ প্যাটেলরা সঙ্গ দিলেন দলের সভাপতিকে। দু’‌ঘণ্টা ধরে চলল প্রতীকি প্রতিবাদ। অবস্থানের পরে প্রিয়াঙ্কা কথা বললেন মিডিয়ার সঙ্গে। ‘‌কাল যা ঘটেছে জামিয়া মিলিয়াতে তাতে দেশের আত্মাকে আঘাত করা হয়েছে। ছাত্রছাত্রীরা হল দেশের আত্মা। প্রতিবাদ জানানো তাঁদের অধিকার। আমিও একজন মা। মা হয়ে সন্তান সহ পড়ুয়াদের ওপর এই অত্যাচার কী করে সহ্য করব?‌ গ্রন্থাগার থেকে টেনে বের করে আনা তাঁদের মারা হয়েছে। এ তো স্বৈরাচার চলছে!‌ দেশের প্রধানমন্ত্রীকে এর উত্তর দিতে হবে। কাদের সরকার ছাত্রছাত্রীর ওপর অত্যাচার চালাল?‌ দেশের অর্থনীতির এইকরম ভরাডুবি কেন?‌ কাদের সরকারের সাংসদ একজন ধর্ষক?‌ ওনাকে এ সবের উত্তর দিতে হবে।’ অন্যান্য বিরোধী দলের সঙ্গে কংগ্রেস জামিয়া মিলিয়ার ঘটনাকে তদন্ত করার জনয়্য একটি কমিশনের আবেদন জানালেন। কেন্দ্রীয় সরকারের পুলিশের বিরুদ্ধে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর হামলা চালানোর অভিযোগকে খতিয়ে দেখার কথা বললেন প্রিয়াঙ্কা। ‌