শিলিগুড়ির বিধান মার্কেটে রথের মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে গত কয়েকদিন ধরেই

নিজস্ব সংবাদদাতা : আজ রথযাত্রা। বাঙালির অতি পুন্য দিন আজকে। শুধুমাত্র বাঙালি নয় গোটা ভারতের আজ একটা আলাদা দিন। শিলিগুড়িতে আজ ইসকনের রথযাত্রা নিয়ে মানুষের আকাঙ্খা অনেকটাই বেড়ে গেছে। এবারে রথযাত্রার ব্যাপারটা অনেকটাই অন্যধরনের। রথযাত্রার দিন জগন্নাথ দেবের নানান নিয়ম থাকে। মানুষের জন্যে এই নিয়ম পালিত হয়। শিলিগুড়িতে এবারে রথের জমজমাট মেলা হবে। তার জন্য বিভিন্ন ধরনের প্রসতুতি চলছে।আজ সকাল থেকেই শিলিগুড়িতে আবহাওয়া একেবারেই আলাদা থাকায় মানুষ সকালেই বাজারে বের হন। শিলিগুড়ির বিধান মার্কেটে রথের মেলার প্রসতুতি শুরু হয়ে গেছে গত কয়েকদিন ধরেই। বিধান মার্কেটের মেলা নিয়েও মানুষের উৎসাহ প্রচুর। সকাল থেকেই দোকানদারেরা তাদের পসরা ছড়িয়ে বসে আছেন। এছারাও শিলিগুড়ির সুভাষপল্লীতেও রথের মেলা বসছে। শিলিগুড়িতে গত কয়েকদিন ধরেই অবিরাম বৃষ্টি পড়েছে। গত কয়েকদিন ধরেই বৃষ্টির কারনে বিধান মার্কেটে ভীড় সেভাবে হচ্ছিল না। তবে রথের দিন ভীড় হবে না বলে আশা করছেন তারা।রথের কারনে এবারে বৃষ্টির দাপট থাকবে না বলেই মনে করছেন অনেকে। রথ একবারই হয় বছরে। সেই দিনে বৃষ্টি হলে সবকিছু নষ্ট হবে।জানিয়ে দিলেন এক জিলিপির দোকানদার। তিনি জানালেন বছরের তিনদিন বিক্রি হয় জিলেপী এর মধ্যে বৃষ্টি হলে তো সব মাটি হয়ে যাবে বলে জানালেন তিনি।