|
---|
দিনহাটা, ২৭ জুন ; ২০২২ :- আজ একটা এটি প্রেছ বিবৃতিতে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কে পি পি) র কেন্দ্রীয় কমিটির সদস্য সন্তোষ কুমার বর্মন জানান যে কে পি পির দিনহাটা ব্লক কমিটির সৌজন্যে পৃথক কামতাপুর, কামতাপুরী ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি, বিশ্বমহাবীর চিলারায়ের নামে বিশ্ববিদ্যালয়, এইমচ হসপিটাল, আই আই টি , আই , আই এমের মতোন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সহ মুঠ পোন্ধর দফার একটা দাবি পত্র দিনহাটা মহকুমা প্রশাসকে মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে একটি স্মারক লিপি প্রেরণ করা হয় বলে কন। এদিনের মিছিলে হাজির ছিলেন কে পি পির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য সন্তোষ কুমার বর্মন, দিলীপ বর্মন, পুলিন রায়, কোচবিহার জেলার সভাপতি তবারক মিঞা, সাধারণ সম্পাদক বিপুল দাস, কে পি পির বর্ষীয়ান নেতা নাজির হুছাইন , হামিদুল রহমান সহ বিভিন্ন বিভিন্ন নেতৃত্ব । এদিনের মিছিলে কে পি পির পাঁচ শতাধিক কর্মী সদর্থক উপস্থিত থাকে পৃথক কামতাপুর রাজ্য দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে দিনহাটা শহরের আকাশ বাতাস উত্তাল করে তোলে । এদিনের মিছিলের শেষে কে পি পির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বলেন যে পৃথক কামতাপুর রাজ্য ও কামতাপুরি ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগামী দুই মাস ধরে জেলা, মহকুমা, ব্লকে ব্লকে মিছিল, সমাবেশ করে কেন্দ্রীয় সরকারকে অতিশীঘ্ৰ কামতাপুরীর সমস্যা করার উদ্যোগ গ্রহণ করার বার্তা প্রেরণ করা হবে । তারপরেও যদি কামতাপুরীর সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা গ্রহণ নাকরে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন পন্থা অবলম্বন করা হব।