বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী উৎযাপন করলো বাংলা পক্ষ থেকে

শেখ আরেফুল,নতুন গতি , পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষর তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার অন্তর্গত কালাবেরিয়া গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে জাতীয় শিক্ষক দিবস পালিত হল। এবং পূর্ব মেদিনীপুর জেলা থেকে বাংলা পক্ষ তরফ থেকে জেলার বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রী হিমাংশু শেখর বেরা মহাশয় কে জাতীয় শিক্ষক সম্মানে সম্মানিত করা হলো। বাংলা পক্ষের বক্তব্য।
পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষর সম্পাদক মাননীয় শ্রী কালাচাঁদ চট্টোপাধ্যায় শিক্ষক দিবস উপলক্ষে বলেছেন। বাংলা পক্ষ সমগ্র বাংলা জুড়ে প্রতি বছর আজকের দিনে শিক্ষক দিবস উদযাপন করে। এবং বাংলার ২১ টি জেলায় শিক্ষক দিবস হিসাবে 21 জন শিক্ষককে জাতীয় শিক্ষক সম্মানে সম্মানিত করে। বাংলা পক্ষ বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আবেদন রেখেছে 5 ই সেপ্টেম্বর পরিবর্তে ছাব্বিশে সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালিত হোক সমগ্র ভারতবর্ষে। কারণ বাংলাপক্ষ মনে করে আজকের দিনই প্রকৃত শিক্ষক দিবস।