|
---|
মুর্শিদাবাদের সাগরদিঘিতে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করেছিলো একাধিক সংগঠন
মহ: মুস্তফা শেখ :- মুর্শিদাবাদের সাগারদিঘি হড়হড়ি কৃষি সমবায় উন্নয়ন সমিতি হলেন পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে ২৬ সেপ্টেম্বর স্বাস্থ্য সচেতনতা শিবির এর আয়োজন করেছিল কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছা সেবী সংগঠন। আলোচনার বিষয় – স্বাস্থ্য সচেতনতা, বাল্য বিবাহ রোধ, প্রভৃতি। অনুষ্ঠানের প্রধান আয়োজকদের মধ্যে ছিলেন কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মতিউর রহমান, দস্তুরহাট হোসেন আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া মহাশয়, সমাজ বার্তা সাপ্তাহিক বুলেটিন খবরের কাগজের সম্পাদক মহ: মুস্তফা শেখ, ‘ নিপা ‘ স্বেচ্ছা সেবী সংগঠন । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন অ্যাডভকেট হাবিবুর রহমান, এই মনোজ্ঞ অনুষ্ঠানের সভাপতি ছিলেন আলহাজ্ব সাজেদুর রহমান সাহেব।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির একজন মহিলা স্টাফ পাপিয়া মন্ডল, ফিজিওথেরাপিস্ট ডাক্তার সালাউদ্দিন সাহেব, সাগরদিঘির অন্যতম বিশিষ্ট কবি শেখ সালাউদ্দিন মহাশয়। উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন মহিলা। কয়েক জন কলেজ পড়ুয়া যুবক -যুবতি ও উপস্থিত ছিলেন। এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। স্বাস্থ্য বিধিমান্য করে করে সমগ্র অনুষ্ঠান টি পরিচালিত হয়। অনুষ্ঠান টি সুন্দর ভাবে পরিচালনা করেন মাষ্টার গোলাম কিবরিয়া মহাশয়।