|
---|
নিজস্ব সংবাদদাতা : আগামী বুধবার থেকে থেকে খুলে যাচ্ছে প্রাথমিক স্কুল, এবং প্রাক প্রাথমিক স্কুল। টানা দুই বছর করোনা মহামারী কারণে বন্ধ ছিল স্কুল। শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে আগামী বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক স্কুল, এবং প্রাক প্রাথমিক স্কুল। কিভাবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে ক্লাস হবে সেই বিষয় জানিয়ে দেওয়া হবে ।তবে আগামী 28 শে ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট বিধি-নিষেধ জারি থাকবে রাজ্যে। রাত 11 টার পরিবর্তে রাত 12 টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ বহাল থাকবে। দুই হাজার কুড়ি সাল থেকে টানা দুই বছর ধরে বন্ধ ছিল সপ্তম শ্রেণী পর্যন্ত পঠন-পাঠন।