বিচারবন্দী সংশোধনাগারে ঝুলন্ত মৃত্যুদেহ চ্যাঞ্চল্য মালদায়

নিজস্ব সংবাদদাতা ,মালদা: বিচারাধীনবন্দি সংশোধনাগারের ভেতরে ঝুলন্ত মৃত্যুদেহ। জানাজায় ওই বন্দীর নাম রাজু মন্ডল বুধবার সংশোধনাগারের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক বিচারাধীনবন্দি। মৃত্য যুবকের পরিবারের তরফে জানিয়েছেন সংশোধনাগারের ভিতর থাকা অন্যান্য বন্দিদের অত্যাচারেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ওই যুবক৷


    মৃত বন্দির নাম রাজু মণ্ডল (৩২)। বাড়ি ইংরেজবাজার থানার কৃষ্ণপল্লি নেতাজি কলোনি এলাকায়। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১৯ শে মার্চ স্থানীয় শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। বর্তমানে সে বিচারাধীন অবস্থায় সংশোধনাগারে ছিল। এদিন দুপুরে বন্দিদের গণনা করার সময় একজন কম হচ্ছিল তখন খোঁজাখুজি শুরু সংশোধনাগারের সে সময় নব নির্মিত একটি বিল্ডিংয়ে ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখা যায় তাঁকে। সংশোধনাগার কর্তৃপক্ষ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংশোধনাগার কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নিয়ে কোনোও প্রতিক্রিয়া দিতে চাইনি।