|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: শিক্ষায় পিপিপি মডেল চালু করে বেসরকারিকরণ পদক্ষেপের বিরোধিতা করে বৃহস্পতিবার বীরভূম জেলার সদর শহর সিউড়ি,বোলপুর, রামপুরহাট সহ বিভিন্ন জায়গায় এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির পক্ষ থেকে বিক্ষোভ ও প্রচার অভিযান চালানো হয়।সংগঠনের দাবি যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে আদানী, আম্বানীদের মতো বহুজাতিক সংস্থার হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সেই পরিপ্রেক্ষিতে জনমত গঠনের উদ্দেশ্যে এদিন বিক্ষোভ,পথসভা সংগঠিত করে প্রচার অভিযান চালান সংগঠনের সদস্যরা।
সেই সাথে মদের ই- রিটেল প্রকল্পের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং তাকে প্রতিহত করার আহ্বান জানান। এদিন সিউড়ি শহরে প্রচার অভিযান ও পথ সভায় উপস্থিত ছিলেন এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বীরভূম জেলা কমিটির সম্পাদক মদন ঘটক, রামপুরহাট শহরে নেতৃত্বে ছিলেন গুণাধীশ দাস,ফরিদা ইয়াসমিন প্রমুখ নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ।