অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে বিক্ষোভ ধর্না

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: ২৭ শে জানুয়ারি অল বেঙ্গল এডুকেশন কমিটির ডাকে সারা বাংলা জুড়ে বিভিন্ন স্থানে ধর্না ও বিক্ষোভ এর কর্মসূচি নেওয়া হয়। এরই অংশ হিসেবে বীরভূম জেলা সেভ এডুকেশন কমিটির উদ্যোগে সিউড়ি,রামপুরহাট,বোলপুর এলাকায় ও বিক্ষোভ ধর্না অনুষ্ঠিত হয়।

    রামপুরহাট শাখার ব্যবস্থাপনায় স্থানীয় পাঁচ মাথার মোড়ে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করেন এবং ধর্না মঞ্চ থেকে প্রতিনিধি দল গিয়ে রামপুরহাট মহকুমা শাসক মারফত মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

    রামপুরহাট ধর্না মঞ্চে বক্তব্য রাখেন সংগঠনের মহকুমা শাখার সম্পাদক গুনা থিস দাস, সভাপতি ফজর আলী, শিক্ষক অমল মন্ডল, সুদাম সাহা, ফরিদা ইয়াসমিন , অভিভাবক দিলীপ ধীবর , বিভাস ভট্টাচার্য, শিক্ষানুরাগী মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।

    ধর্না মঞ্চ থেকে আওয়াজ উঠে অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা,পাড়ায় নয় শ্রেণিকক্ষে পঠন-পাঠন চালু করা এবং শিক্ষার বেসরকারিকরণ, গৈরিকীকরণ, সাম্প্রদায়িকীকরন, জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রত্যাহারের দাবিতে সরগরম হয়ে ওঠে ধর্নামঞ্চ।