ঠান্ডায় কাপছে দার্জিলিং, তাপমাত্রা পৌঁছালো ০.৫ ডিগ্রিতে

দার্জিলিং: প্রচণ্ড ঠান্ডায় কাপছে শৈলশহর।আজ সকালে দার্জিলিং এর তাপমাত্রা 0.5ডিগ্রীতে পৌছে যায়।

    প্রবল ঠান্ডায় দার্জিলিং এ পর্যটকেরা বাইরে বের হতে সাহস করেন নি।ঘুমে এদিন তাপমাত্রা কমে গিয়ে দাড়ায় 0.3ডিগ্রীতে।দার্জিলিং বাসষ্ট্যান্ডের কাছে তাপমাত্রা রেকর্ড করা হয় 0.5ডিগ্রীতে।এদিন দার্জিলিং এ সকাল থেকেই প্রচণ্ড হাওয়া শুরু হয়,আকাশ ছিলো মেঘলা,প্রচন্ড ঠাণ্ডায় এদিন সকালে দার্জিলিং ছিলো জনমানবশূন্য,প্রচন্ড দরকার ছাড়া এদিন বাইরে বের হতে সাহস করেননি কেউই, আবহওয়া খারাপ থাকায় সমতল থেকে কোন গাড়ি পাহাড়ে ওঠে নি,আবার পাহাড় থেকে কোন গাড়িই নীচে নামে নি,আবহওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এদিন ছিল দার্জিলিং এর সবচাইতে নীচে তাপমাত্রা।দার্জিলিং ছাড়া কালিম্পং এবং কার্শিয়াং এর তাপমাত্রা ছিলো সাত ডিগ্রীর নীচে।আগামী 5দিন দার্জিলিং এর তাপমাত্রা 5ডিগ্রীর নীচে নেমে যেতে পারে বলে জানা গেছে আবহাওয়া দপ্তরের কাজ থেকে পাওয়া খবরে।