বিক্ষোভ অব্যাহত! বিশ্বভারতীর ক্যাম্পাস খুলতেই বিক্ষোভে উত্তাল

নতুন গতি নিউজ ডেস্ক: বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ অব্যাহত। দুদিন আগে আরবি ভাষায় পঠন-পাঠন চালু করার দাবিতে হয়েছিল বিক্ষোভ। এবারের বিষয় বন্ধ হোস্টেল।

    বিশ্বভারতী কর্তৃপক্ষ রাজ্যের মুখ্যসচিবের নির্দেশিকা অনুসারে অফলাইন পঠন-পাঠনের জন্য ক্যাম্পাস খুলে দিয়েছে। তবে ক্যাম্পাস খুলে দেওয়া হলেও এখনো পর্যন্ত খোলা হয়নি হোস্টেল। তার জন্য চরম সমস্যায় ছাত্ররা। তাই ঘিরেই বিক্ষোভে ছাত্রছাত্রীরা ও বিভিন্ন ছাত্র সংগঠন।

    এছাড়াও আজ ফের তিন দফা দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ও বিভিন্ন ছাত্র সংগঠন।

    উল্লেখ্য, অন্য যেই বিষয় ঘিরে ছাত্র-ছাত্রীরা ও বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে সেগুলি হলো দীর্ঘদিন অনলাইন পড়াশোনার পর, অফলাইন পরীক্ষা না হওয়া ও মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের তারিখ পেছনো। ছাত্রদের হুঁশিয়ারি, যতক্ষণ না কর্তৃপক্ষের থেকে জবাব পাচ্ছেন, ততক্ষণ এই আন্দোলন চলবে এবং দরকার পড়লে তারা বৃহত্তর আন্দোলনে যাবে।

    তবে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি বিশ্বভারতীর কর্তৃপক্ষর থেকে।