মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে দুঃস্থ ছাত্র-ছাত্রী ও ক্যানসার রোগীকে আর্থিক সাহায্য প্রদান

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর   : মেদিনীপুর শহরের প্রবীণ নাগরিকদের নিয়ে গঠিত সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হলো সমাজসেবা মূলক কর্মসূচি। রবিবার মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের দূর্গামন্ডপ সংলগ্ন হলঘরে ফোরামের উদ‍্যোগে দুঃস্থ মেধাবী এবং বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী ১৭ জন কৃতি ছাত্র-ছাত্রী ও একজন ক‍্যানসার আক্রান্ত ছাত্রকে আর্থিক সহযোগিতা করা হয়।

    মেদিনীপুর শহরের বিশিষ্ট গুনীজনেদের উপস্থিতিতে অবিভক্ত মেদিনীপুরের তিনটি জেলা থেকে আগত মাধ‍্যমি,উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের প্রত‍্যেককে ২৫০০ টাকা ও ক‍্যানসার আক্রান্ত ছাত্রের চিকিৎসার জন‍্য ১০০০০ টাকা দেওয়া হয়।শহরের বিশিষ্ট জনেদের মধ‍্যে উপস্থিত ছিলেন পুরপ্রধান সৌমেন খাঁন, গোপাল চন্দ্র বেরা, মদন মোহন মাইতি, বিবেকানন্দ চক্রব‍র্তী, শ্রীমন্ত সাহা, প্রসেনজিৎ সাহা, দেবীপ্রকাশ নিয়োগী, প্রনব দুবে, রথীন দাস, পার্থ মন্ডল,কল্লোল কুইলা, জয়ন্ত মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ও ফোরামের শুভানুধ্যায়ীগণ। পাশাপাশি উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীদের অভিভাবকরা।

    এই নিয়ে এ পর্যন্ত এই ধরনের মোট ৮২ জন ছাত্র-ছাত্রীকে এবং ১২ জন ক‍্যানসার আক্রান্তকে ফোরামের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হল।এই অনুষ্ঠান আয়োজনে বিশেষ ভাবে সহযোগিতা করার জন্য রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিকে ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।কর্মসূচিটি সুচারুভাবে সম্পন্ন হওয়ায় জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ফোরামের সম্পাদক নিত্যানন্দ পন্ডা, সভাপতি সত্যব্রত রায়,সহ সম্পাদক সূব্রত রায়,সহ সভাপতি অশোক চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তাগণ।