|
---|
নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, কেশপুর, পশ্চিম মেদিনীপুর:পুলওয়ামা কান্ডে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের উত্তর শীর্ষাতে। উত্তর শীর্ষা যুব সম্প্রদায়ের উদ্যোগে এবং ব্লাড রুট অর্গানাইজেশনের সহযোগিতায় খেতুয়া নজরুল সদন সুপার মার্কেটের বিপরীতে অবস্থিত উত্তর শীর্ষা দুর্গা মন্ডপে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী শিক্ষক মণিকাঞ্চন রায়, রক্তদান আন্দোলনের কর্মী পার্থ প্রতিম মল্লিক, ফাকরুদ্দিন মল্লিক প্রমুখ।উদ্যোক্তাদের পক্ষে উপস্থিত ছিলেন সুদীপ ব্যানার্জী,সুমন ঘোষ,সুজয় মালিক, শ্যামপদ মন্ডল,অতনু কোলে , চিন্ময় রায় ,স্বপন ঘোষ সহ অন্যান্যরা। এদিনের শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ২৫ জন রক্তদাতা এদিনের শিবিরে রক্তদান করেন। সবুজায়নের বার্তা দিতে প্রত্যেক রক্তদাতা ও অতিথি দের চারাগাছ উপহার দেওয়া হয়। আয়োজকদের পক্ষে সুদীপ ব্যানার্জী জানান,শহীদ সেনাদের স্মৃতিতে তাঁরা রক্তদানের এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি আরও জানান রক্তদানের ক্ষেত্রে তাঁদের বন্ধুদের এটি দ্বিতীয় উদ্যোগ,মাস ছয়েক আগে তাঁরা একটি রক্তদান শিবির করেছিলেন।আগামীদিনেও তাঁরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করবেন।