|
---|
সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার গলসিতে তৃণমূল কংগ্রেসের আহ্বানে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধীতায় বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। বুদবুদ বাজারে মহামিছিলের মাধ্যমে জনসভা মঞ্চস্থ হয়। মহামিছিলে অংশ নেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, জেলার সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, জেলা তৃণমূল ছাত্র পরিষদ(টিএমসিপি) সভাপতি সাদ্দাম হোসেন, তৃণমূল নেতা সুন্দর লাল পাসোয়ান প্রমুখ। বিশাল জন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জেলার জনপ্রিয় নেতা কাঞ্চন কাজী বলেন, কৃষককে পথে বসানোর আইন বানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আইন লাগু হলে সাধারণ মানুষকেও পথে বসতে হবে। কেননা বহুজাতিক কোম্পানি গুলি নিজেদের লাভজনক ফসল চাষে বাধ্য করবে কৃষকদের। তিনি মানুষকে এই ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানান। বক্তব্য রাখেন তৃণমূল নেতা মোহাম্মদ জাকির হোসেন, সাদ্দাম হোসেন, সুন্দর লাল পাসোয়ান প্রমুখ । বিশাল জন সমাবেশে স্তব্ধ হয়ে পড়ে বুদবুদ বাজার। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে পরাজয়ের পর দলের সংগঠন যে এখন অনেকটা মজবুত আজকের জনসভায় তার প্রমাণ পাওয়া গেল বলে সমর্থকদের দাবি।বলাবাহুল্য, তৃণমূল, সংগঠন যে অনেকটাই মেরামত করতে পেরেছে তা বিজেপি ও অন্যান্য দল থেকে ব্যাপক হারে যোগদানেই প্রমাণ মিলেছে। আজকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে মনোবল আরও বাড়বে বলে জেলার রাজনৈতিক মহলের অনুমান।