|
---|
সেখ সামসুদ্দিন, ১৫ জুলাইঃ পূর্ব বর্ধমান জেলা প্রথম ডিভিশন ফুটবল লীগ ২০২৩ মেমারি পৌরসভার আয়োজনে মেমারি স্টেডিয়ামে সূচনা হতে চলেছে আগামীকাল। এই ফুটবল লিগ উপলক্ষে আজ মেমারি পৌরসভার সামনে থেকে মেমারি শহরে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। ১৬ জুলাই থেকে শুরু হয়ে এই লীগ চলবে ১০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। প্রতিটা খেলায় দুপুর আড়াইটা থেকে ৩৫+৩৫ = ৭০ মিনিটের খেলা হবে। ৮ দলীয় অংশগ্রহণে এই লীগে প্রথম খেলা সূচনা করবে তরুণ স্পোর্টিং ক্লাব বনাম জয়যাত্রী সংঘ রসুলপুর। এছাড়াও থাকছে কালীতলা অ্যাথলেটিক ক্লাব, জাতীয় সংঘ, চৌরঙ্গী ক্লাব, সেন্টার অফ ইয়ং সোসাইটি, বি ও আই এম এ, রতন স্মৃতি সংঘ। মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী সহ কাউন্সিলারবৃন্দ অংশগ্রহণ করেন। এই লীগ চলাকালীন প্রতিদিন স্টেডিয়াম ভরিয়ে তুলে আনন্দ উপভোগ করার জন্য এলাকার ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে আবেদন রাখেন চেয়ারম্যান।