|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের প্রত্যন্ত এলাকা কাবিলপুর পঞ্চায়েতের পাশে, কাবিলপুর মেডিক্যাল সেন্টার এর শুভ উদ্বোধন হলো শুক্রবার। এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাবিলপুর শাখার ম্যানেজার অরিন্দম মোর্শেদ, কাবিলপুর এর বিশিষ্ট নাগরিক ফজলুল হক, শুভম সাহা, ডাঃ মোঃ নেজামুদ্দিন, ডাঃ কাজেম আলী প্ৰমুখ। এই ফার্মেসির প্রতিষ্ঠাতা আব্দুল হালিম বলেন কাবিলপুর এলাকায় আমি অন্য প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ভেবেছিলাম কিন্তু আমার বাবা আমানুল্লাহ তিনি বলেন মূলত কাবিলপুরবাসীর কথা ভেবেই এই ফার্মেসী টি করা হয়েছে। কারণ চিকিৎসার জন্য কাবিলপুরবাসী বহু কষ্ট করে বহরমপুর, জঙ্গিপুর, এমনকি কলকাতা যেতে হয় বহু টাকা এবং সময় ব্যয় করে। সুতরাং বাড়ির কাছেই এমন একটি ফার্মেসী পেয়ে মানুষ আর সময় নষ্ট না করে বহু টাকা ব্যয় না করে বাড়িতেই বসে সুচিকিৎসা করাবে। এদিন কাবিলপুর এলাকাবাসীরা বলেন এই ফার্মেসী খোলাতে আমরা খুব খুশি, কারণ আমাদের পরিবারের হঠাৎ কিছু হলে আমরা রাত্রে বেলায় বিপদের মুখে পড়তে হয় কারণ ২০থেকে ৩০ কিলোমিটার আমাদেরকে যেতে হয় ডাক্তার-খানা বা হাসপাতাল সুতরাং বাড়ির কাছেই এমন একটি ডাক্তারখানায় পেয়ে খুবই আমরা উপকৃত এবং আনন্দিত।