|
---|
নিজস্ব সংবাদদাতা: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল, প্রতিযোগিতার প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে কাতার। বিশ্বকাপের ইতিহাসে ৮০ তম দেশ হিসাবে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছে কাতার। কাতারের থেকে ইকুয়েডর অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে। তবে কাতারের ফুটবলারদের একটাই ভরসা ঘরের মাঠে ৬০ হাজার দর্শকের সমর্থন পাওয়া। এই গ্রুপে আরো অন্য দুটি দল হল নেদারল্যান্ড ও সেনেগাল। দুটি দলই অপেক্ষাকৃত শক্তিশালী। এই দুটি দলের বিরুদ্ধে জয়লাভের আশা অনেকটাই কম। তাই এই ম্যাচ জিততে মরিয়া কাতার।