|
---|
খান আরশাদ, বীরভূম। :-
বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তী উদ্ যাপিত হল ববীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল রাজনগরে। রাজনগরের ডাকবাংলোয় বিশিষ্ট শিক্ষক কানাই লাল মন্ডলের উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে রাজনগরের কেরিয়ার ডাইরেকশনের ছাত্র ছাত্রীরা নাচ,গান ও কবিতা আবৃতিতে অংশ নেয়। পাশাপাশি আমন্ত্রিত হিসেবে উপস্থিত শিক্ষক শিক্ষিকারাও নজরুলের জীবনাদর্শ ও তাঁর কর্মজীবন নিয়ে তাঁরা বহু মূল্যবান বক্তব্য পেশ করেন। উপস্থিত ছিলেন শিক্ষক কানাইলাল মন্ডল, ছড়াকার অমর মালী, শিক্ষক রাহি খান সহ অন্যান্যরা।