|
---|
নিজস্ব প্রতিবেদক,মহিষাদল পূর্ব মেদিনীপুর: একটু ভিন্ন আঙ্গিকে মহিষাদলে পালিত হলো বিশ্ব কবির ১৬২ তম জন্ম দিবস। মহিষাদল বিশ্ব কলা কেন্দ্র সারা বছর ধরেই সাংস্কৃতিক চর্চা সমাজসেবা সঙ্গে যুক্ত থাকে, এখানে সারা বছর ধরেই অংকন ,আবৃত্তি সঞ্চালনা ,শ্রুতি নাটক ইত্যাদি শেখানো হয়।মহিষাদল বিশ্ব কলা কেন্দ্র ও মহিষাদল বুলেটস ক্লাবের উদ্যোগে “হৃদয়ে রবীন্দ্রনাথ” অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়।
সকাল সকাল প্রভাত ফেরি এবং রাখিবন্ধন উৎসবের মধ্য দিয়ে মহিষাদল বাজার এলাকায় দোকানদার, ব্যবসায়ী এবং পথে চলতি মানুষদের রাখি বন্ধনের মাধ্যমে বরণ করে নেন বিশ্ব কলা কেন্দ্রের অভিভাবিকা ও ছাত্র-ছাত্রীরা।
সকাল থেকেই সারাদিন চিত্রাঙ্কন,নৃত্য ,সংগীত ,আবৃত্তি গিটার মাউথ অর্গান ও কুইজ এর মধ্য দিয়ে হৃদয়ে রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের সমষ্টি উন্নয়ন আধিকারিক যোগেশচন্দ্র মন্ডল, সঞ্জীত দত্ত, সন্দীপন দাস দাদাগিরি চ্যাম্পিয়ন দ্বীপ সুন্দর দিন্ডা সহ বিশিষ্ট গুণী মানুষজন।
মহিষাদল বিশ্বকলা কেন্দ্র ও বুলেটসের পক্ষ থেকে বিশিষ্ট বাচিক শিল্পী ,সঞ্চালক, চিত্রশিল্পী- বিশ্বনাথ গোস্বামী জানান “আমরা সারা বছর ধরেই শিল্প-সংস্কৃতি সমাজসেবা ও পরিবেশ সচেতনতা নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছি। সেই সঙ্গে ছোট থেকে বর্তমান প্রজন্মের কাছে রবীন্দ্র ভাবনাকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি । রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন।”