|
---|
দেবজিৎ মুখার্জি: অবশেষে মিলে গেল রাহুল গান্ধীর ‘ভবিষ্যদ্বাণী’। সূত্রের বক্তব্য, তিনি নাকি প্রথমদিনই বলে দিয়েছিলেন যে প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দেবেন না। তিনি নাকি জানতেন, প্রশান্ত কোনওভাবেই কংগ্রেসে নাম লেখাবেন না। এর আগেও অন্তত আটবার তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফে, কিন্তু কোনওবারই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
উল্লেখ্য, কংগ্রেসে পিকের যোগদানের সম্ভাবনা তৈরি হওয়ায় খুশি ছিল না দলের একটি অংশ। অনেক নেতাই বলেছিলেন, অন্যদলের সঙ্গে কাজ করার ক্ষেত্রে কংগ্রেসকে ব্যবহার করতে চেয়েছিলেন পিকে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের একাংশ এখন মনে করছেন প্রশান্তের কংগ্রেসে যোগদানের ইচ্ছাই ছিল না। তিনি শুধুই নিজের দর বাড়াতে চাইছিলেন।